অধিনায়ক হিসেবে সাফল্যের চূড়ায় পৌঁছলেও ভারত দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ব্যক্তিগত পারফরম্যান্স আশাব্যাঞ্জক নয়।
গত দুই বছরে একটি শতকও উপহার দিতে পারেননি ভারত দল সমর্থকদের। এমন বাজে পারফরম্যান্সের দরুণ এবার হারালেন র্যাংকিংও।
টেস্ট র্যাংকিংয়ে এবার বিরাট কোহলিকে পেছনে ফেললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আগেই ভারত অধিনায়ককে টপকে গিয়েছিলেন বাবর।
এবার টেস্ট ক্রিকেটেও পেছনে ফেললেন।
টেস্ট ব্যাটারদের র্যাংকিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সদ্য প্রকাশিত এই তালিকায় দুই ধাপ পিছিয়ে গেলেন কোহলি। কোহলির এখন অবস্থান ৯। আর বাবর আজম পৌঁছে গেলেন ৮ নম্বরে।
সমালোচকরা বলছেন, এমনটা খেলতে থাকলে পরবর্তী র্যাংকিং তালিকায় সেরা দশের বাইরে ছিটকে যেতে পারেন কোহলি।
টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলি অবশ্য সেরা দশ থেকে ছিটকে গেছেন আগেই। সেখানে বাবর রয়েছেন দ্বিতীয় স্থানে। আর ওয়ানডে র্যাংকিংয়ে বাবর রয়েছেন শীর্ষে। কোহলি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।
টেস্টে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট। তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা কেন উইলিয়ামসন।
বিরাটের পা পিছলে বাবরের পিছনে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই ব্যক্তিগত র্যাংকিংয়ে একধাপ উন্নতি করলেন বাবর।