সাংবাদিক রোজিনা ইসলাম যাতে সুবিচার পান, সেটি অবশ্যই সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যেহেতু একটি মামলা হয়েছে, তাঁর যাতে সুবিচার হয়, তিনি যাতে ন্যায়বিচার পান, তাঁর প্রতি কোনোভাবে যাতে অন্যায় না হয়, সেটি আমরা দেখছি, সরকারের ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী ও আমি সাংবাদিকদের মানমর্যাদা ও সম্মান রক্ষায় আন্তরিক ও বদ্ধপরিকর।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এ ক্ষেত্রে গোপন নথি পাচার অন্যায়। ২০১৪ সালে তথ্য কমিশন গঠিত হওয়ার পর থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৮৩১টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে ।
হাছান মাহমুদ বলেন, ‘যেকোনো মন্ত্রী বাংলাদেশে দুটি শপথ গ্রহণ করেন, একটি হচ্ছে মন্ত্রী হিসেবে শপথ, অন্যটি হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার শপথ; সে শপথ আমাকেও নিতে হয়েছে। যেহেতেু আমি রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ গ্রহণ করেছি, মন্ত্রিসভায় কোনো কিছু আলোচনা হলে সেটি বাইরে বলতে পারি না। যেটি আমাকে বলতে বলা হবে শুধু সেটুকুই বলতে পারব