রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হলো বন্দি বিনিময়। বৃহস্পতিবার প্রত্যেক দেশ থেকে ৫০ জন যুদ্ধবন্দিকে ফেরত পাঠানো হয় নিজ নিজ সীমান্তে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
যুদ্ধবন্দিদের সহায়তার জন্য গঠিত সমন্বয় অফিস প্রকাশ করে একটি ভিডিও। তবে কোন শহরে এই ভিডিও ধারণ করা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, ৪৮ জন সেনাসদস্য এবং দু’জন সরকারি অফিসারকে মুক্ত করেছে রাশিয়া। তাদের মধ্যে ১৯ জন মারিওপোলে বিদ্রোহের কারণে বন্দি হয়েছিলেন। চেরোনবিল পরমাণু কেন্দ্র থেকে ১৫ এবং জিমিনি আইল্যান্ড থেকে ৭ জনকে আটক করে রাশিয়া।
এদিকে, ইউক্রেনের পক্ষ থেকেও সমসংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দেয়া হয়েছে। চলমান যুদ্ধে হাজারের বেশি বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন।