রাজধানীর হাতিরঝিল এলাকায় রামপুরা সেতুর নিচে পানি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে স্বজনেরা মর্গে গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ফয়েজ কাদের চৌধুরী উত্তর শাহজাহানপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে পড়াশোনা করতেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হলেও তিনি যেতেন না।
ফয়েজের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজের মর্গে সাংবাদিকদের জানান, গতকাল রোববার রাতে বন্ধুর বাসায় যাবে বলে ঘর থেকে বেরিয়ে যান ফয়েজ। এর পর থেকে নিখোঁজ ছিলেন। ফয়েজের বাবা ফজলুল কাদের চৌধুরী সাংবাদিকদের জানান, তাঁর ছেলে ফয়েজ করোনা মহামারির সময় মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হলেও তিনি বিশ্ববিদ্যালয়ে যেতেন না। তাঁর চিকিৎসা চলছিল।