রামপুরা সেতুর নিচ থেকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকায় রামপুরা সেতুর নিচে পানি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে স্বজনেরা মর্গে গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।