উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি হতে পারত আবেগের। ১৬ বছর রিয়াল মাদ্রিদে কাটানো সের্হিয়ো রামোস সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন প্রতিপক্ষ হিসেবে।
কিন্তু চোটের জন্য পিএসজিতে যোগ দেওয়া এই তারকার খেলা হচ্ছে না আজ।
সর্বশেষ খেলায় সোসিয়েদাদকে ৪-১ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসের জ্বালানি বাড়িয়ে নিয়েছে রিয়াল। আর পিএসজি ১-০ গোলে হেরে গেছে নিসের সঙ্গে। মরিসিও পচেত্তিনোর দল তাই অস্বস্তি নিয়ে বার্নাব্যুতে। এদিকে, পিএসজির অনুশীলনে বল দখলের লড়াই চলছিল ইদ্রিসা গুয়ে ও এমবাপ্পের। তখনই এমবাপ্পের পায়ের ওপর নিজের পা চাপিয়ে দেন ইদ্রিসা। এটা অনিচ্ছাকৃত ছিল। কিন্তু ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে বর্ণবাদের শিকার হন ইদ্রিসা।
এমবাপ্পে অবশ্য ইদ্রিসার পাশে দাঁড়িয়েছেন। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সবাই এক, সব সময়। এটাই প্যারিস। ’ চোট পাওয়ার পর পরীক্ষা করা হয় এমবাপ্পের পায়ে। ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছে, রিপোর্টে চির ধরা পড়েনি। তাকে রাখা হয়েছে পিএসজির স্কোয়াডেও।
বার্নাব্যুর রেকর্ড অনুপ্রেরণা জোগাবে রিয়ালকে। গ্রুপ পর্বে শেরিফের কাছে হারার পর নিজেদের মাঠে টানা ১৩ ম্যাচ অপরাজিত তারা। এদিকে প্রতিপক্ষের মাঠে টানা চার ম্যাচ জিততে পারেনি পচেত্তিনোর দল। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত টানা তিনবার শেষ ষোলো থেকে বাদ পড়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ জিততেই তারা দলে ভিড়িয়েছে মেসিকে। তবে রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বিবর্ণ এই কিংবদন্তি। প্রথম লেগে মিস করেছেন পেনাল্টিও। আজ দ্বিতীয় লেগে মেসি কেমন খেলেন- সেটাই দেখার বিষয়