রাজধানীতে প্রাইভেটকারে বিস্ফোরণ, চালক ও গাড়ি মালিক আহত

রাজধানীর আসাদগেটে প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চালক উজ্জ্বল কুমার ও মালিক রুবেল দত্ত দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, রুবেল সাভারে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজার। রাতে অফিস থেকে ব্যক্তিগত গাড়ি করেই গ্রিন রোডের বাসায় ফিরছিলেন। হঠাৎই আসাদগেটে তার গাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পাঠানো হয় বার্ন ইনস্টিটিউটে। গাড়ির গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে বলে জানান স্বজনরা।