যমজ সন্তানের ছবি প্রকাশ করলেন উসাইন বোল্ট

বিশ্বের দ্রুততম মানব অলিম্পিক স্বর্ণ জয় উসাইন বোল্ট যমজ সন্তানের পিতা হয়েছেন। এই খবরটি তার স্ত্রী ক্যাসি বেনেট তার ইনষ্টাগ্রামে প্রকাশ করেছেন।

পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে অলিম্পিক গেমসে আট বারের স্বর্ণ জয়ী বোল্টের দুই সন্তান এবং স্ত্রীর ছবি

No description available.

যমজ সন্তানের নাম রাখা হয়েছে থান্ডার বোল্ট এবং সেন্ট বোল্ট। প্রকাশিত ছবির সঙ্গে প্রথম সন্তানের ছবিও দেখা গেছে।