আগামী অর্থবছরের বাজেটেও অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যতদিন অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত না হবে ততদিন সুযোগ থাকবে। কালো টাকা নয়, এটা অপ্রদর্শিত অর্থ। আমাদের অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনার জন্যই এটা করতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, জমি রেজিস্ট্রেশন ফি অনেক বেশি, বাজার দরে লেনদেন হলে অপ্রদর্শিত টাকা থাকতো না। আমাদের সিস্টেমের কারণেই এখন ক্রেতা-বিক্রেতার কাছে অপ্রদর্শিত অর্থ থাকে, সেজন্য তারা বিপদে পড়েন।
অর্থমন্ত্রী বলেন, জমি রেজিস্ট্রেশন ফি কমানো হচ্ছে, আগে ইনকাম ট্যাক্স রেট বেশি ছিল, কেউ দিতো না। সেজন্য আমরা পর্যায়ক্রমে ইনকাম ট্যাক্স রেট, স্ট্যাম্প ডিউটি এগুলো কমিয়ে দিয়েছি। আশা করি, একদিন অপ্রদর্শিত অর্থ আমাদের অর্থনীতি ব্যবস্থা থেকে বিলীন হয়ে যাবে। যতদিন পর্যন্ত অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত না হবে ততদিন এ ব্যবস্থা চালিয়ে যেতে হবে।