ডিপিএলের সুপার সিক্সে নেই মতিঝিলের জায়ান্ট ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও এতদিন খেলা হয়নি জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের। তবে মোহামেডানের এই দুই ক্রিকেটার সুপার লিগে খেলবেন টেবিল টপার শেখ জামালের হয়ে।
ডিপিএলের চলতি মৌসুমে বেশ ঘটা করেই মুশফিক, সাকিব, মিরাজ, তাসকিন ও মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়েছিল মোহামেডান। তবে এদের মধ্যে একমাত্র মাহমুদউল্লাহ বাদে কারোরই লিগটিতে খেলা হয়নি। জাতীয় দলের খেলার ব্যস্ততা শেষে যখন খেলার ফুরসত পাওয়া গেল, তখন দল গেল বাদ পড়ে। তবে আশার কথা হচ্ছে দল পাল্টে শেখ জামালের হয়ে খেলবেন মুশফিক-মিরাজ।
শেখ জামালের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, মোহামেডানের অনুমতি নিয়েই এই দুই ক্রিকেটারকে দলে নিয়েছেন তারা। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এ বছর গ্রুপ স্টেজ খুব সুন্দর করে শেষ করতে পেরেছি। সিটি ক্লাবের বিপক্ষে জয়ের পর ১৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সুপার লিগে কোয়ালিফাই করেছি। সুপার লিগে দলকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেটা চিন্তা করছিলাম।’
আরও বলেন, ‘মোহামেডান যেহেতু কোয়ালিফাই করতে পারেনি, তখন আমরা দেখলাম মুশফিক ও মিরাজ খেলার জন্য অ্যাভেইলেবল হয়েছে। তাই আমরা মোহামেডানের অনুমতি নিয়ে তাদের অ্যাপ্রোচ করেছি। তারা আমাদের প্রস্তাবে সাড়া দিয়েছে। আশা করি, তাদের সার্ভিসটা সুপার লিগে আমাদের চ্যালেঞ্জটাকে আরেকটু সহজ করে দেবে।
১০ ম্যাচের ৯টিতে জয়, লিগে যেন রাজত্ব করছে শেখ জামাল। এ ছাড়া নতুন করে মুশফিক ও মিরাজের মতো দেশসেরা ক্রিকেটারের অন্তর্ভুক্তি দলকে বাড়তি প্রেরণা দেবে বলে মত টিম ডিরেক্টরের। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য এবার তাদের।
‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা মাত্র ৩ ম্যাচ (জয়) দূরে। তাদের পারফরম্যান্স এবং দলের বাকিরা যেভাবে পারফর্ম করছে, আশা করি চ্যাম্পিয়নশিপে আমরা ভালো ফাইট দিতে পারব। আশা করি, চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করতে পারব আমরা।’