মেসিদের কোপা জয় নিয়ে এবার ওয়েব সিরিজ

গত বছর ব্রাজিলে কোপা আমেরিকায় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছর পর শিরোপার খরা ঘুচিয়েছে মেসির দল, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম মেজর শিরোপা। আর্জেন্টিনার ঐতিহাসিক সেই শিরোপা জয়ের একটি ওয়েব সিরিজ বানাতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম

অজস্র স্বপ্নভঙ্গের পর গত বছর কোপা আমেরিকায় স্বপ্নপূরণের হাসি হেসেছে আর্জেন্টিনা, ঘুচিয়েছে ২৮ বছরের দীর্ঘ শিরোপার অপেক্ষা। লিওনেল মেসির অধীনে আন্তর্জাতিক অঙ্গনে মেজর শিরোপার ছোঁয়া পেয়েছে আর্জেন্টিনা।

ব্রাজিলের মাটিতে শিরোপা জয় আর্জেন্টিনার খেলোয়াড়, ভক্ত-সমর্থকরা মনে রাখবেন অনেক বছর। লিওনেল স্কালোনির কোচিং নৈপুণ্যে যে দল জিতল কোপা আমেরিকার এই শিরোপা, তা নিয়ে লিওনেল মেসির সতীর্থদের কথায় আন্দাজ মেলে একটু আধটু। কিন্তু তাতে পেছনের গল্পের পুরোটার নাগাল মেলে না।

সেই শিরোপা জয়ের গল্পটা সবার মাঝে জানাতে এবার এগিয়ে আসছে ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইম। আর্জেন্টিনার কোপা জেতার পুরো কাহিনী নিয়ে আনতে যাচ্ছে ওয়েব সিরিজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবে খবরটি নিশ্চিত করেছে। শুধু তারাই নয়, দেশটির অন্যান্য সংবাদমাধ্যমও নিশ্চিত করেছে বিষয়টি। ওয়েব সিরিজটি মুক্তি পাবে আগামী ১০ জুলাই। এটি চলবে বিশ্বকাপের আগ পর্যন্ত। এই সিরিজে কোপা আমেরিকা তো বটেই, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যাত্রা, ইতালির বিপক্ষে ফিনালিসিমাও যুক্ত হবে। এ ছাড়াও অনেক বিশেষ ছবি ও প্রামাণ্যচিত্রও থাকবে।

সিরিজটি আর্জেন্টিনা দলের মাঠের গল্প ও মাঠের বাইরের অনেক নেপথ্য কাহিনী তুলে ধরা হবে।