প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন আজ সোমবার পদত্যাগ করতে যাচ্ছেন। গতকাল রবিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে মালয়েশিয়াকিনি নামের একটি নিউজ পোর্টাল।
মন্ত্রী মোহদ রেডুজান মোহাম্মদ ইউসুফের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সোমবার ক্যাবিনেটের বৈঠক হবে। সেখান থেকে প্রধানমন্ত্রী রাজার কাছে যাবেন এবং পদত্যাগপত্র জমা দেবেন। অনেক চেষ্টা করেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আনতে পারেননি তিনি। আগামী মাসে পার্লামেন্ট অধিবেশনে আস্থা ভোটে হেরে যাবেন এটা নিশ্চিত জেনেই পদত্যাগের সিদ্ধান্ত নেন মুহিউদ্দিন।
পদত্যাগের মাধ্যমে তার ১৭ মাসের শাসনের অবসান ঘটবে। কিন্তু তার পরিবর্তে কে প্রধানমন্ত্রী হবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। কারণ, কোনো নেতারই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই। সেক্ষেত্রে রাজা আল সুলতান আবদুল্লাহর ওপরই নির্ভর করছে তিনি কাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। —সিএনবিসি