মালয়েশিয়ায় ভূমিধসে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাতাং কালির ঘটনাস্থল থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (নাদমা)। এ নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ৩০।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় মাটির সাত মিটার গভীর থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাত ১০টায় উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করে উদ্ধারকারী দল। পরে বৃহস্পতিবার সকালে ফের উদ্ধার কাজ শুরু হয়।
এদিকে, ভূমিধসের ঘটনায় সপ্তম দিনের মতো চলছে উদ্ধার অভিযান। গত ১৬ ডিসেম্বর স্থানীয় সময় ভোরে সেলাঙ্গর রাজ্যের বাটাং কালির কাছে গোহটংয়ে ফাদারস অর্গানিক ফার্ম ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় সেখানে মাটির নিচে চাপা পড়েন অন্তত ৯৪ জন। এখন পর্যন্ত তাদের মধ্যে ৬১ জনকে উদ্ধার করা হয়েছে।