মাত্র দুই ঘণ্টা ঘুমাতেন সুশান্ত সিং: কিয়ারার স্মৃতিচারণা

তিনি আরও বলেছেন, ‘তখন আমি সুশান্তর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। আর আমরা অনেক গল্প করেছিলাম। সুশান্ত তাঁর ভ্রমণ নিয়ে প্রচুর কথা বলেছিলেন। কীভাবে “এমএস ধোনি” ছবিতে কাজের সুযোগ পেয়েছেন, তা তিনি বলেছিলেন। তাঁর জীবন কেমন ছিল, এই নিয়েও নানান কথা সুশান্তর মুখে শুনেছি। বই পড়তে তিনি ভালোবাসতেন। তাঁর কাছে অনেক মোটা মোটা বই ছিল।’

কিয়ারা জানিয়েছেন যে তিনি সুশান্তকে বলেছিলেন তাঁর জীবনের ওপর ছবি বানানো প্রয়োজন। কারণ, সুশান্তর জীবন খুবই প্রেরণাদায়ক আর সবাইকে আকর্ষিত করবে বলে এই বলিউড নায়িকার মনে হয়েছিল। কিয়ারা আরও বলেছেন, ‘সুশান্ত খুব আমোদপ্রিয় ছিলেন। নিজের কাজ নিয়ে তিনি খুবই আবেগপ্রবণ ছিলেন। সুশান্তর কাছে একটি ডায়েরি ছিল। এই ডায়েরিতে ধোনি-সম্পর্কিত সব প্রশ্ন আর তার উত্তর সুশান্ত নিজের হাতে লিখেছিলেন। তিনি ধোনির ব্যক্তিগত আর পেশাগত জীবন সম্পর্কে অনেক গবেষণা করেছিলেন।’

image_pdfimage_print