নিজস্ব প্রতিবেদক
ভার্চুয়াল কোর্ট বাতিল ও আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন আইনজীবীরা। বুধবার (০১ জুলাই) সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাবীবুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী মিজানুর রহমান মুন্সি, হারুনুর রশিদ ব্যাপারী, হাছিবুর রহমান হাছিব, রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট আবুল খায়ের, এডভোকেট মো. হেলাল উদ্দিন, সহ-সম্পাদক এডভোকেট মুহাম্মদ মোর্শেদ আলম শিপন, এডভোকেট মো. মুনছুর জিলানী নোমান, পাঠাগার সম্পাদক এডভোকেট চাঁদমনি মোহন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মো. ফখরুল ইসলাম জুয়েল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে গত তিন মাস ধরে আদালতের কার্যক্রম বন্ধ। সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানাবিধি সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাড়িয়েছে। ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লঙ্গিত হচ্ছে। এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান তারা। এ ছাড়া ভার্চুয়াল কোর্ট বন্ধ করে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু না হলে আদালত বর্জনসহ বড় ধরণের আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন আইনজীবীরা।