ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা নাকচ করলো বিসিসিআই

ক্রিকেটের দুই চিরশত্রু ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ শুরু করতে নিরপেক্ষ ভেন্যু হবার প্রস্তাব দিয়েছিলো ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু তাদের সেই আশায় পানি ঢেলে দিয়েছে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআই এর এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই’কে জানিয়েছেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবার কোনও সম্ভাবনা আপাতত নেই। শুধু তাই নয় এই দলের মধ্যে কোন সিরিজের বিষয়ে বোর্ড নয়, সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

২০০৭ সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো ভারত ও পাকিস্তান। আর, ২০১২ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লড়াই করেছিলো তারা। এরপর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না বিশ্ব ক্রিকেটের দুই জনপ্রিয় দল ভারত ও পাকিস্তান।

সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। শুধু আইসিসি বা এসিসির কোন আসরেই দেখা মিলে এই দুই দলের। তাই আবারও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি।

নিজেদের মাটিতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি। এরিমধ্যে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তান। পিসিবির সাথে আলোচনার পরই ভারতের কাছে প্রস্তাব দেয় ইসিবি। সেই প্রস্তাবে কোন আগ্রহ দেখায়নি বিসিসিআই।

বিসিসিআই কর্মকর্তা জানান, পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজের কোন সম্ভাবনা আপাতত নেই। আর্থিক লাভের জন্যই এ রকম একটি সিরিজ আয়োজন করতে চাইছে ইসিবি।

তিনি বলেন, ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে ইসিবির প্রস্তাব খুবই অদ্ভুত। তবে পাকিস্তানের বিপক্ষে ভারত কোনও সিরিজ খেলবে কি-না, তা বোর্ড নয়, সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।