ভারতীয় কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানের ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ

ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে এবার উজবেকিস্তানের ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গাম্বিয়ার পর এবার এই অভিযোগ জানালো দেশটি। খবর বিবিসির।

উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেকের তৈরি সিরাপ খেয়ে ওই শিশুদের মৃত্যু হয়েছে। শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হওয়া ওই শিশুদের ডক-ওয়ান ম্যাক্স সিরাপ সেবন করতে দেয়া হয়েছিলো। সেই ওষুধ সেবন করার পর শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে।

সর্দি এবং ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ওষুধটি বাজারজাত করা হয়। ওষুধটির উপকরণ হিসেবে ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে, যাকে বিষাক্ত উপাদান আখ্যা দিয়েছে উজবেক সরকার।