ভারতকে টপকে তিনে পাকিস্তান

এজবাস্টন টেস্টে স্লো-ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দুই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। একই সঙ্গে ম্যাচটি ইংল্যান্ডের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এই জরিমানার ফলে এখন ভারতের পয়েন্ট কমে হয়েছে ৫২.০৮ শতাংশ। যা তাদেরকে পয়েন্ট টেবিলে এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে।

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে অবস্থান করছে ভারত। ৫২.৩৮ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। আর শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭৭.৭৮ শতাংশ। ৭১.৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা।

এর বাইরে এজবাস্টন টেস্টে ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয়বার পেনাল্টি পেলো ভারত। আর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বার।

image_pdfimage_print