ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে এক মাসের একটু বেশি সময় বাকি। নতুন মৌসুম শুরুর আগে কে কোন দলে নাম লেখাবেন, কে কোন দল ছাড়বেন—আসন্ন দলবদল নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আগামী কয়েক সপ্তায় এ নিয়ে অনেক নাটকই হয়তো দেখা যাবে। আপাতত দলবদলের আলোচনায় তিন ব্রাজিলিয়ান ফুটবলার।
লিডস ইউনাইটেডের রাফিনিয়া, ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস ও এভারটনের রিচার্লিসন—ইংল্যান্ডের ফুটবলে এই তিন ব্রাজিলিয়ানকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই। জেসুস, রাফিনিয়া ও রিচার্লিসনকে দলে পেতে উন্মুখ হয়ে আছে প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দল। এক বাক্যে বলা যায়—এই তিন ব্রাজিলিয়ানকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে ইংল্যান্ডের ফুটবলে!
এই তিন ফুটবলারকে কোন কোন দল চাইছে এবং তিনজনের অবস্থা এখন কী—একনজরে দেখে আসা যাক তা।