নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর কেন্দ্র থেকে আসার পথে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক এক যুবককে আটক করে পুলিশ।
আটককৃত মো. ইসমাইল হোসেন উপজেলার ফাজিলপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বুধবার সন্ধ্যায় উপজেলার জিরতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, ভোট শেষে ফলাফল ঘোষণার পর ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে পুলিশের গাড়ি চলে আসার পথে কয়েকজন যুবক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ধাওয়া করে এক যুবককে আটক করে।
পরে আটককৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।