বিশ্বে প্রতি বছর তীব্র তাপ ও শৈত্য প্রবাহে গড়ে ৫০ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। ২০ বছর ধরে চালানো একটি গবেষণায় এই উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক গবেষকদলের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে চিকিত্সা বিষয়ক গবেষণা পত্রিকা ‘ল্যানসেট প্ল্যানেটারি হেল্থ’ এ।
উদ্বেগের বড় কারণ, ২০ বছর আগে শৈত্যপ্রবাহের যত ঘটনা ঘটত বিশ্বে, এখন তার সংখ্যা অনেকটাই কমেছে। বরং একলাফে অনেক বেড়ে গেছে তীব্র তাপপ্রবাহের ঘটনা। এতে মৃতের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে।
গবেষকরা জানিয়েছেন, বিশ্বে প্রতি বছর যত মানুষের স্বাভাবিক মৃত্যু হয়, তাদের ৯ দশমিক ৪ শতাংশই তাপ ও শৈত্যপ্রবাহের কারণে। সহজভাবে বলা যায়, প্রতি এক লাখ মানুষের মধ্যে তীব্র তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা আগের ২০ বছরের নিরিখে গড়ে ৭৪ জন করে বাড়ছে।