সত্যিই তা–ই। ভিডিওটি দেখে থাকলে এমনটাই মনে হবে। জর্জ ম্যাকমেনেমাই ব্রিটিশ অপেশাদার ক্রিকেটার। বলা যায় শখের ক্রিকেটার। খেলেন অপেশাদার ক্লাব উইনচেস্টারে। ইউরোপে ভিলেজ ক্রিকেট এমনিতেই বেশ মজার। আনাড়িপনায় ভরপুর।
তবে এই আনাড়িপনার মধ্যেও একটা বিষয় ফুটে ওঠে—খেলাটির প্রতি ভালোবাসা এবং মজা করে খেলা, সেটা দক্ষতাপূর্ণ হোক বা না হোক। মজা করা এবং পাওয়াও তো খেলার মুখ্য উদ্দেশ্য। ম্যাকমেনেমাই নিজের বোলিংয়ের এমনই এক ভিডিও পোস্ট করে নজর কেড়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের। ডেল স্টেইন থেকে মারনাস লাবুশেন পর্যন্ত তাতে মুগ্ধ!
ঘটনাটা খুলেই বলা যাক। ম্যাকমেনেমাই টুইটারে নিজের বোলিংয়ের ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, বল লেগ স্পিনের মতো গ্রিপ করে বেঢপ শরীর নিয়ে ধীরে ধীরে বোলিং ক্রিজে এগিয়ে যাচ্ছিলেন ম্যাকমেনেমাই। বোলিং ক্রিজে গিয়েই অদ্ভুত একটি কাণ্ড করে বসেন। একটি নয় দুটি বলা ভালো।
প্রথমটি হলো, বাঁ হাতটি ব্যাটসম্যানের দিকে ধীরে ধীরে তাক করে তারপর নিজের বোলিং অ্যাকশন শুরু করেন ম্যাকমেনেমাই। সেটি দেখে অনেকেরই স্কুল–কলেজে পিটি–প্যারেডের কথা মনে পড়তে পারে।