মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষ্যে উপজেলার শ্রীনগর হাইস্কুল মাঠে এক জনসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল বাশার। অনুষ্ঠানে স্থানীয় ঠিকাদার ভৈরব পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সেলিম মিয়ার নেতৃত্বে দলটির অন্তত দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
এ সময় ঠিকাদার সেলিম মিয়া ফুল দিয়ে নাজমুল হাসান পাপনকে অভিনন্দন জানান। এর আগে সকালে উপজেলার বন্যাদুর্গত এলাকায় এক হাজার মানুষকে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করেন এমপি পাপন।