চট্টগ্রামের বাঁশখালীর সরল, কালীপুর ও শীলকূপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন সদস্য প্রার্থীকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিধি বহির্ভূতভাবে সড়ক সংস্কার, রাত ৮টার পর মাইক ব্যবহার, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় ৩ ইউনিয়নের ১৮ জন প্রার্থীকে জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন সদস্য প্রার্থীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি মানাতে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।