বহুল প্রতীক্ষিত কোক স্টুডিওর কনসার্ট শুরু

বৃষ্টি বাধার কারণে কোক স্টুডিও বাংলার কনসার্ট নিয়ে দিনভর অনিশ্চয়তায় ছিল সংগীতপ্রেমীরা। তবে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ভেসে গেল সব অনিশ্চয়তা। একে একে জ্বলে উঠল আর্মি স্টেডিয়ামের সব আলো। সুরের মূর্ছনা ছড়িয়ে দিচ্ছেন জেমস-মমতাজ এবং অর্ণবরা।

জানা গেছে, রাত সোয়া আটটার দিকে কনসার্টটি শুরু হয়েছে। এদিকে, কনসার্ট উপলক্ষে হোটেল র‌্যাডিসন ব্লু থেকে বিশ্বকাপ ট্রফি নেওয়া হয়েছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি নেওয়ার পর সেটি উন্মোচনও করা হয়েছে।

আর্মি স্টেডিয়ামের কনসার্ট নিয়ে আগ্রহের কমতি ছিল না মানুষের। আয়োজক কর্তৃপক্ষও কনসার্টটি নিয়ে বেশ আগে থেকেই প্রচার-প্রচারণা চালিয়েছিল। তবে বৃষ্টির বাগড়ায় বেশ কয়েকবার পেছানোর পর এক পর্যায়ে কনসার্টটি স্থগিত করা হয়েছিল। তবে সন্ধ্যার আগ মুহূর্তে নতুন করে ঘোষণা আসে, বৃষ্টি আর বাগড়া না দিলে রাত ৮টায় শুরু হবে কনসার্ট।

তবে বৃষ্টি উপেক্ষা করেই আর্মি স্টেডিয়ামে জড়ো হওয়া সংগীতপ্রেমীরা অপেক্ষায় ছিলেন কনসার্ট নিয়ে পরবর্তী সিদ্ধান্তের। শেষ পর্যন্ত তাদের অপেক্ষা স্বার্থক হতে যাচ্ছে।

মূলত বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্টের আয়োজন করে কোক স্টুডিও বাংলা। যা চলার কথা ছিল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৮টা থেকে চলবে ১২টা অবধি।

প্রিয় শিল্পীদের গানের সঙ্গে এ আয়োজনে দর্শকদের বিশ্বকাপ ট্রফি দেখারও সুযোগ থাকছে।

গানপ্রেমীদের বিশাল এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস সহ সংগীত জগতের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন- ফোক সম্রাজ্ঞী মমতাজ, ব্যান্ড তারকা মিজান, দুই বাংলাজয়ী শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখ। ব্যান্ডের মধ্যে থাকছে- ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।