এজবাস্টনে সিরিজের শেষ টেস্টে গ্যালারিতে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভারতীয় দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইংলিশ দর্শকদের বিপক্ষে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন ভারতীয়রা।
ম্যাচের চতুর্থ দিনে (সোমবার) এ ঘটনা ঘটেছে। বিষয়টি ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত করবে বলেও জানিয়েছে। অনিল সেহমি নামের এক দর্শক টুইটারে লিখেছেন, এরিক হলিস ব্লকে ইংল্যান্ডের সমর্থকরা ইচ্ছাকৃতভাবে ভারতীয় সমর্থকদের গালিগালাজ করছেন। পরে গ্যালারিতে নিরাপত্তাকর্মীদের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি তিনি।
এ ঘটনায় হতাশা প্রকাশ করে ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক টুইটারে লিখেন, ‘এটা পড়ে অত্যন্ত হতাশ হয়েছি।’ তার টুইটের পরিপ্রেক্ষিতে এজবাস্টনের অফিসিয়াল টুইটার থেকে ক্ষমা প্রার্থনা করে বলা হয়, ‘এটি পড়ে আমরা অত্যন্ত দুঃখিত। কোনোভাবেই আমরা এরকম আচরণ সহ্য করি না। আমরা যত দ্রুত সম্ভব, এই ঘটনার তদন্ত করব।’ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইসিবিও।