ইংলিশ ক্রিকেটের ভেতর এখনো লুকিয়ে আছে বর্ণবাদের ভুত। মাঝেমধ্যেই সেটা মাথাচাড়া দেয়। এবার সোশ্যাল সাইটে বর্ণবৈষম্যমূলক পোস্ট করায় পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অভিযুক্ত পাঁচ ক্রিকেটারকেই প্রকাশ্যে তিরস্কার করা হয়েছে।
ভবিষ্যতে একই ধরনের ভুল করলে আরও বড় শাস্তি হবে- মর্মে তাদের সতর্কও করা হয়েছে।
এই পাঁচ জনের মধ্যে দুই জন পুরুষ, দুই জন নারী এবং একজন সাবেক ক্রিকেটার আছেন। তারা হলেন, জ্যাক ব্রুকস, আজিম রফিক, ইভলিন জোন্স, ড্যানিয়েল ওয়াট ও অ্যান্ড্রু গেইল। পাঁচ ক্রিকেটারকেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ৩.৩ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের নিজের দপ্তরে ডেকে পাঠিয়ে সবার সামনে তিরস্কার করেন ক্রিকেট ডিসিপ্লিন কমিশনের প্রধান ক্রিস টিকল। এই যাত্রায় তিরস্কার ছাড়া অন্য কোনো শাস্তি দেওয়া হয়নি।
২০১৩ সালে সোশ্যাল সাইটে বর্ণবৈষম্যমূলক পোস্ট করার অভিযোগে তিরস্কার করা হয়েছে দুই নারী ক্রিকেটার ইভলিন ও ড্যানিয়েলকে। ইয়র্কশায়ারের হয়ে খেলার সময় সাবেক ক্রিকেটার তথা কোচ গেইলের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তুলেছিলেন রফিক। সেই ঘটনায় দুই জনকেই সতর্ক করা হয়েছে। ইংল্যান্ডেরই দুই ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করায় সতর্ক করা হয়েছে ব্রুকসকে। উল্লেখ্য, মেয়েদের নিয়ে অশালীন পোস্ট করায় গত বছর জাতীয় দলের ক্রিকেটার ওলি রবিনসনকে সাসপেন্ড করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।