ফ্ল্যাট বেচে দিলেন সোনম, তবে কি হাতে কাজ ফুরিয়ে এসেছে? লাভ হলো কত?

বলিউডের তারকাদের আয়ের উৎস কি শুধুই অভিনয়? এক কথায় উত্তর- না। অভিনয়ের পাশাপাশি অনেক তারকাই রিয়েলস্টেটের ব্যবসা করেন। কিনে রাখেন একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কিংবা বাড়ি। ভাড়া দেন নয়তো পরে সুযোগ মতো লাভে বিক্রি করে দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সম্প্রতি অনিল কন্যা সোনম কাপুরও করলেন এমনই কাজ। তিনি তার বান্দ্রার একটি অভিজাত ফ্ল্যাট বিক্রি করলেন ৩২.৫ কোটি রুপিতে।

২০২২ সালে মা হন সোনম। এর আগে আনন্দ আহুজার সঙ্গে বিয়ে করে লন্ডনবাসী হন তিনি। হাতে তেমন বিশেষ কাজও নেই এখন। আগামী দিনে কোন ছবিতে তাকে দেখা যাবে, এমন কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তবে কি এ কারণেই ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিলেন সোনম? যদিও এমন কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ফ্ল্যাট বেচে কতো লাভ করলেন সে খবর পাওয়া গেছে।

বান্দ্রার সিগনেচার আইল্যান্ড নামের বহুতল ভবনে ছিল সোনমের এই ফ্ল্যাট। ২০১৫ সালে তিনি এটি ক্রয় করেছিলেন মাত্র ১৫ কোটি রুপিতে। তার মানে দিগুণেরও বেশি দামে তিনি বিক্রি করে লাভ করলেন।