ফ্রিতে বার্সায় আসছেন আরেক ডাচ

গেল মৌসুমের মাঝামাঝিতে নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার ও কোচ রোনাল্ড কোম্যান বার্সেলোনার কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক ডাচ ফুটবলারের দিকে হাত বাড়াচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সে তালিকায় ছিলেন ডাচ মিডফিল্ডার গিনি উইনালদাম। যদিও বার্সা চুক্তি পাকাপাকি করার আগে তাকে বেশি বেতনের প্রস্তাব দিয়ে ছিনিয়ে নেয় ফ্রেঞ্চ ক্লাব পিএসজি।No description available.কোম্যান শুরু থেকেই চাচ্ছিলেন আরেক ডাচ ফুটবলারকে। তিনি মেম্ফিস ডিপে। গেল মৌসুমে আর্থিক সংকটে থাকায় তাকে দলে ভেড়াতে পারেনি বার্সেলোনা। তবে এবার আর তার জন্য অর্থ ব্যয় করতে হচ্ছেনা। চলতি মৌসুমে ফ্রিতেই কাতালান শিবিরে যোগ দিচ্ছেন তিনি।

 

ফরাসী ক্লাব অলিম্পিক লিওঁর সঙ্গে এই মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হয় এই ফরোয়ার্ডের। ফলে তাকে বিনাপয়সায় দলে ভেড়াতে পারছে কাতালানরা।

বার্সেলোনার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে কোচ রোনাল্ড কোম্যান একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত। যদিও এখনো চুক্তিস্বাক্ষর হয়নি। শীঘ্রই সেটি হয়ে যাবে।