ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল চন্দ্রগঞ্জ

আনোয়ার হোসেন :

ফ্রান্সে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র এবং প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সাম্প্রতিক ইসলাম ও মুহাম্মদ (সা.) কে নিয়ে কিছু বক্তব্যে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ফলে মুসলিম উম্মাহ বিক্ষুব্ধ ও প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। ফ্রান্সে রাসুল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে এবং অবিলম্বে এই অশুভ তৎপরতা বন্ধের দাবিতে আজ শক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং মানববন্ধন করেছে ধর্মপ্রাণ মুসলিমরা৷

ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল চন্দ্রগঞ্জএসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। পবিত্র জুম্মার নামাজ শেষে কফিল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ, হযরত দেওয়ান শাহ জামে মসজিদ, চন্দ্রগঞ্জ বুড়া হুজুর (র:) জামে মসজিদসহ পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদ থেকে চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় আমানিয়া জামে মসজিদে ইমাম ও মুয়াজ্জিনের নেতৃত্বে মুসল্লিরা এসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল করেন৷

চন্দ্রগঞ্জ নিউ মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ নিউ মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুল কুদ্দুস, চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় আমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. নোমান হোসেন, কফিল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলতাফ হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (বাচ্চু), চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ (বাবলু) প্রমুখ৷

ফ্রান্স বিরোধী বিক্ষোভে উত্তাল চন্দ্রগঞ্জবক্তারা বলেন, মুক্ত স্বাধীনতার না‌মে যারা ইসলা‌মের বিরু‌দ্ধে কাজ কর‌ছেন তা‌দের বিরু‌দ্ধে রু‌খে দাড়া‌তে হ‌বে। ফ্রান্স সরকার রাসু্লকে অপমান ক‌রে প্রমান ক‌রে‌ছে তারা অসভ্য এক‌টি সম্প্রদায়। রাসু‌লের অবমাননা কখ‌নো সহ্য কর‌বো না, দরকার হ‌লে জান দি‌তে প্রস্তুত আ‌ছি। নবীজীর ব্যঙ্গচিত্র এঁকে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা তা মেনে নিতে পারি না। এরজন্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। এছাড়া তারা বলেন, আমাদের দেশে ফ্রান্স তাদের পণ্য বিক্রি করে ওই অর্থ দিয়ে আমাদেরকেই আঘাত করবে তা হতে দেওয়া যায় না। এসময় তারা সকল মুসলমানকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান।

এর আগে সকাল ৮টায় সূফী রওশন আলী দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মাঠ থেকে শাহ্ সূফী সৈয়দ আব্দুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে চন্দ্রগঞ্জে বাজারের একটি সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধন করেন৷