ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ রোববার (১০ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লি থেকে ঢাকায় আসছেন। সোমবার ঢাকার ফ্রান্স দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে জানানো হয়, এমানুয়েল মাখোঁ নয়া দিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জি ২০ সম্মেলনে যোগ দেবেন। এরপর সেখান থেকে তিনি বাংলাদেশ সফরে আসবেন। বাংলাদেশ সফরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা ইন্দো-প্যাসিফিক নিয়ে ফ্রান্সের কৌশলের বিষয়ে জোর দেওয়া হবে। সেইসঙ্গে এমন একটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর হবে, যে দেশটি দ্রুত অর্থনৈতিক অগ্রগতি করেছে এবং অংশীদারিত্বে বৈচিত্র খুঁজছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জলবায়ু নিয়ে প্যারিস এজেন্ডাসহ বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অভিন্নতা রয়েছে। প্যারিস এজেন্ডা বাংলাদেশ সমর্থন করে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেহেতু ঝুঁকিতে আছে, তাই ফ্রান্সের প্রেসিডেন্ট এ বিষয়ে মানবিক দিক থেকে এ দেশের পাশে থাকার সংকল্প আবারও ব্যক্ত করবেন। বিশ্বের শান্তিরক্ষা অথবা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া, আন্তর্জাতিক সংহতিমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি দেশ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন। ওই সময় তিনি এমানুয়েল মাখোঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করে। তাতে বাংলাদেশের স্বশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো যুক্ত রয়েছে।
১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ প্রথম বাংলাদেশ সফর করেছিলেন।