টানা ছয় দিন ১ হাজারের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে মাস্ক পরা ফের বাধ্যতামূলক করেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট থেকে এ নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, অতি সংক্রামক ডেলটা ধরনের কারণে সৃষ্ট সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরের জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা যে হিমশিম খাচ্ছেন, নতুন বিধিনিষেধ তারই ইঙ্গিত। কেবল ১ কোটি মানুষের আবাসস্থল লস অ্যাঞ্জেলেসেই নয়, সাম্প্রতিক দিনগুলোতে শনাক্ত রোগী বাড়তে দেখে যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় মাস্ক বাধ্যতামূলক করাসহ নানান বিধিনিষেধ আরোপ হয়েছে।
বৃহস্পতিবার টুইটারে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ বলেছে, ‘ব্যবসাপ্রতিষ্ঠান এবং জনসমাগম হয় চার দেওয়ালের ভেতর এমন সব জায়গায় মাস্ক পরতে বলছি আমরা। টিকা নিয়েছেন বা নেননি সবাইকে মাস্ক পরতে হবে। তাহলে আমরা সংক্রমণের যে ঊর্ধ্বগতি দেখছি, তা বন্ধ করতে পারব।’ শহরটির হাসপাতালগুলোতে কোভিড-১৯ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। আগের সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে হাসপাতালে ভর্তি কোভিড রোগী ছিল ২৭৫, চলতি সপ্তাহে তা বেড়ে ৪০০ জনে দাঁড়িয়েছে। বুধবার সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত ৯ জনের মৃত্যুও হয়েছে। পরদিন ক্যালিফোর্নিয়ার দক্ষিণের এই শহরে নতুন রোগী শনাক্ত হয়েছে দেড় হাজারের বেশি।