দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি এক ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলী বাহিনী। খবর আল জাজিরা’র।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে ফিলিস্তিনি শহরে অবস্থিত জোসেফস টোমস নামে একটি স্থানে ইসরায়েলিদের নিয়ে যাওয়ার জন্য নাবলুস শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা।
এ সময় তাদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ফিলিস্তিনি ফুটবলার আহমেদ দারাঘমেহ মারাত্মকভাবে আহত হন। তবে নিহত ফুটবলার সংঘর্ষে জড়িত ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
দারাঘমেহ তুবাস শহরের বাসিন্দা। তিনি ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে ফুটবল খেলতেন। ৬টি গোল নিয়ে এই মৌসুমে দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।