ফরাসি প্রেসিডেন্টকে লক্ষ করে ডিম নিক্ষেপ

থাপ্পড়ের পর এবার ডিম নিক্ষেপ করা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে লক্ষ্য করে। দেশটির লিয়ন শহরে এ ঘটনা ঘটে বলে সোমবার (২৭ সেপ্টেম্বর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ডিমটি প্রেসিডেন্টের কাঁধে আঘাত করলেও ভাঙেনি। লিয়নে রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শন করতে গিয়েছিলেন ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, পরবর্তী কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করবেন।

গত জুনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় ক্ষুব্ধ এক ব্যক্তি ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন। সেই সময় ফরাসি এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।