প্রতিবন্ধী এক তরুণীকে (১৭) গোপন আস্তানায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক লীগের এক নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ওই শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী ওই তরুণীকে মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা গুলবাগ-বেলতলা জামে মসজিদের পাশে মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় পরদিন বিকেলে সদর মডেল থানায় ওই তরুণীর মা মামলা দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার বাসা ভাড়া নেওয়ার বিষয়টি মাহবুব হাসান রিতুর বাড়ির লোকজনও জানেন না। তিনি সেখানে গোপনে বাসা ভাড়া নিয়ে মাদক সেবন ও নানারকম অপকর্ম করেন বলে অভিযোগ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ধর্ষণ মামলায় শ্রমিক লীগ নেতা মাহবুব হাসান রিতুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।