প্রকাশ্যে পরীমনি-মিম স্নায়ুযুদ্ধ, কেন্দ্রে রাজ

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি এবং বিদ্যা সিনহা মিমের স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে তারা পরস্পরের প্রতি অভিযোগ তুলেছেন।

শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের এই টানাপোড়েন। পরীমনির অভিযোগ রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।

বিদ্যা সিনহা মিমের জন্মদিনের প্রথম প্রহরেই মিম, রাজ ও নির্মাতা রায়হানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন চিত্রনায়িকা পরীমনি। স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। ফলে তাদের প্রেমের রসায়ন পর্দায় মানুষ দেখেছে।

কিন্তু বাস্তবেও দুজনের মধ্যে যে সম্পর্ক দানা বেঁধেছে সেদিকেই ইঙ্গিত দেন পরীমনি। মিমকে ট্যাগ করে পরীমনি লিখেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো।’

সংক্ষিপ্ত পোস্টে পরীমনি দামাল ও পরাণ সিনেমার নির্মাতাকে ‘দালাল’ আখ্যা দেন। সবশেষে স্বামী রাজকে মেনশন করে পরী লেখেন, এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।”

এরপরে বৃহস্পতিবার দুপুরে মিম নিজের অবস্থান স্পষ্ট করে ফেসবুকে পোস্ট দেন। মিম পোস্টে জানিয়েছেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। শিগগিরই প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

মিমের স্ট্যাটাসের প্রতিউত্তরে শুক্রবার পরীমণি সামাজিকমাধ্যমে আরেকটি স্ট্যাটাস দেন। যে স্ট্যাটাসে পরীমণি দাবি করেন রাজের সঙ্গে মিমের অতি মাখামাখিটা তার সংসার, বাচ্চা, তার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে।