পৌনে ৪০০ কোটি টাকায় নির্মিত হবে চাল সংরক্ষণ সাইলোঃবরিশালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> খাদ্য মজুতের সক্ষমতা বাড়াতে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে স্টিলের সাইলো নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগীতায় খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্ট (এমএফএসপি)’ প্রকল্পের একটি প্যাকেজের আওতায় বরিশালে একটি চাল সংরক্ষণের সাইলো নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ৩৩০ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ৮২২ টাকা।

প্রকল্পটি মোট ১ হাজার ৯১৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার টাকা (জিওবি ৩ কোটি ৩৫ লাখ ২৪ হাজার, প্রকল্প সাহায্য ১ হাজার ৮৭৬ কোটি ৬১ লাখ ৫১ হাজার ও উপকারভোগীর দেওয়া ৪০ কোটি টাকা) ব্যয়ে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন মেয়াদে বাস্তবায়নের জন্য ২০১৪ সালের ১১ মার্চ একনেক সভায় অনুমোদিত হয়।