মেয়েদের কোপা আমেরিকার রোববারের ম্যাচে ব্রাজিলের কাছে ০-৪ গোলে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানো প্রয়োজন ছিল আর্জেন্টিনার নারী ফুটবলারদের। পেরুকে পেয়ে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জন করেও নিয়েছে তারা।
বুধবার (১৩ জুলাই) সকালে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা। ফলে এখনো সেমিতে ওঠার সম্ভাবনা টিকে থাকলো তাদের।
এই জয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টাইনরা।
কলম্বিয়ার আর্মেনিয়া শহরের সেন্টেনারিওয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে পেরুকে দাঁড়াতেই দেয়নি আর্জেন্টিনার মেয়েরা। ম্যাচের শুরু থেকেই পুরোপুরি প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে লা আলবিসেলেস্তারা।
যে কারণে ম্যাচের ১৮, ৫২, ৬২ ও ৮৪ মিনিটে গোল করতে সক্ষম হন তারা।
শুক্রবার আর্জেন্টিনা মুখোমুখি হবে উরুগুয়ের। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি।