পৃথক রাজ্যের দাবি তোলা বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিল বিজেপি

ভারতের উত্তরবঙ্গের আদিবাসী নেতা জন বার্লা গত বুধবার রাতে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় শামিল হয়েছেন। তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া উত্তরবঙ্গে পৃথক রাজ্যের আন্দোলনের জন্য সুখবর বলে বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন কামতাপুর লিবারেশন পার্টির (কেপিপি) প্রধান নিখিল রায়।

উত্তরবঙ্গের সব কটি জেলা নিয়ে (বর্তমানে ৯টি) কামতাপুর রাজ্য গঠনের আন্দোলন চলছে ১৯৬৯ সাল থেকে। সেই আন্দোলনের প্রধান দল কেপিপি। তারা ছয়টি দলের সঙ্গে একটি অন্তর্বর্তী জোট গড়ে শান্তিপূর্ণভাবে পৃথক রাজ্যের আন্দোলন চালাচ্ছে।

গত রোববার (৪ জুলাই) এই সাতটি দলের শীর্ষ নেতারা আলিপুরদুয়ার জেলার এমপি জন বার্লার সঙ্গে সাক্ষাৎ করেন। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে বার্লা কয়েক মাস ধরেই বিবৃতি দিচ্ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে এই দাবি আবার তুলেছেন সশস্ত্র ও নিষিদ্ধ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান জীবন সিংহ। এ পরিস্থিতিতে বার্লার সঙ্গে সাত দলের বৈঠক ও দিন চারেকের মধ্যেই তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিষয়টি পৃথক রাজ্যের জল্পনাকে আরও উসকে দিয়েছে। নিখিল রায়ও মনে করেন, এর ফলে পৃথক রাজ্যের আন্দোলন আরও জোরদার হবে।

নিখিল রায় বলেন, ‘কোনো জনজাতির থেকে যদি একজন মন্ত্রী হয়, তবে জনজাতির জন্য সেটা ভালোই হয়। কামতাপুর আন্দোলনের প্রশ্নে, সেটি ভালোই হবে বলে আমার ধারণা। একজন কেন্দ্রীয় মন্ত্রী চাইলে নানাভাবে সহযোগিতা করতে পারেন। এখানকার এই যে এত জনজাতি, তাদের জন্য নির্দিষ্টভাবে কিছু করতে চান কি না, তা মন্ত্রীর মানসিকতার ওপর নির্ভর করবে।’