ইউক্রেন সংঘাতকে প্রথমবারের মতো ‘যুদ্ধ’ বলে স্বীকার করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা স্বীকার করে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। খবর আলজাজিরার।
এর আগে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে জনসম্মুখে প্রথমবারের মতো ইউক্রেন সংঘাত ইস্যুতে ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খুব দ্রুত এ যুদ্ধের ইতি ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুতিনের বক্তব্যের পর দেয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এটা যে একটা যুদ্ধ তা স্বীকার করতে ৩০০ দিন সময় নিলেন পুতিন। এবার, বাস্তবতা স্বীকারের দ্বিতীয় পদক্ষেপ হিসেবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে অন্যায় এ যুদ্ধের ইতি টানতে আমরা পুতিনের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হামলার নির্দেশ দেয়ার পর থেকে রাশিয়া এ সংঘাতকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে উল্লেখ করে আসছিল মস্কো। কিন্তু, বৃহস্পতিবারের ওই সংবাদ সম্মেলনে পুতিন নিজেই ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করেন।