পিএসজির নতুন একাডেমি

২০২৩-২৪ মৌসুমের জন্য নতুন করে নিজেদের একাডেমি সংস্কার করেছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। আর সবার আগে ক্লাবের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে দেখানো হয়েছে একাডেমিটি।

প্রায় ৩০০ মিলিয়ন ইউরো খরচ করা হয়েছে একাডেমির সংস্কার কাজে। অনুশীলনে নতুন সব প্রযুক্তি ও সুযোগ সুবিধা দিয়ে সাজানো হয়েছে একাডেমিটি। সেইসাথে এখানকার মূল আকর্ষণ পিএসজি ক্যাম্পাস। যেখানে প্যারিসের ভবিষ্যৎ ফুটবলারদের জন্য থাকবে বিশেষ অনুশীলন ব্যবস্থা। এই একাডেমি খেলোয়াড়দের মধ্যে নতুনভাবে কাজ করার সুযোগ তৈরী করবে বলে মনে করেন কোচ গালতিয়ের। লিওনেল মেসি, এমবাপ্পে ও নেইমার সহ সব খেলোয়াড়রা এদিন উপস্থিত ছিলেন।