ভারতের পশ্চিমবঙ্গজুড়ে আগামী ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবস পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিলো ‘খেলা হবে’। যা পরে ব্যাপক জনপ্রিয় স্লোগানে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি বলেন, খেলা কিছুটা হয়েছে, আরো হবে। দেশ জুড়ে হবে।
এবিপি আনন্দের এক খবরে বলা হয়েছে, গত ২১ জুলাই কর্মী-সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মমতা ব্যানার্জি রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন করার কথা বলেছিলেন। সেদিন বার্তা দিয়েছিলেন ‘রাজ্যে রাজ্যে খেলা হবে’।
গতকাল মমতা বলেন, ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, ইস্টবেঙ্গলের খেলা হবে। এ রকম একটা গান বাঁধা দরকার। পাশাপাশি খেলা হবে দিবস কেন পালন করা দরকার, সেটা নিয়ে তিনি বলেন, খেলা মানুষের মনে মুক্তির প্লাবন আনে, হাসি ফোটায়। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে।