পর্তুগিজ মেসি’কে ধারে পাঠাল বার্সেলোনা

বাঁ পায়ে খেলেন, পায়ে কারুকাজ আছে, বল পায়ে দ্রুতগতিতে ছুটে অনায়াসে ছিটকে দিতে পারেন কয়েকজনকে—এখন পর্যন্ত কত উঠতি খেলোয়াড়ের গায়েই তো লেগে গেছে ভবিষ্যৎ লিওনেল মেসির তকমা। কেউ কলি থেকে ফুল হয়ে ফুটে সুগন্ধ ছড়াচ্ছেন, কেউ ঝরে গেছেন অকালেই।

‘ভবিষ্যৎ মেসি’র তকমা গায়ে নিয়ে ঘোরাও তো বড় ব্যাপার। তেমনই একজন ২১ বছর বয়সী পর্তুগালের ফ্রান্সিসকো ত্রিনকাও।

গত বছরই পর্তুগালের ব্রাগা ক্লাব থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লিখিয়েছেন। ২৮ ম্যাচ খেলে গোল করেছেন তিনটি। সম্ভাবনাময় এই তরুণকে ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনের ওয়ান্ডারার্স ক্লাবের কাছে ধারে পাঠাচ্ছে বার্সা।

ত্রিনকাওকে পাকাপাকিভাবে পাওয়ার সুযোগ আছে উলভারহ্যাম্পটনের। আগামী গ্রীষ্মের দল বদলে সব পক্ষই রাজি থাকলে ত্রিনকাওকে নিজেদের করে নিতে পারবে ইংলিশ ক্লাবটি।

মেসির মতো বাঁ পায়ে খেলেন ত্রিনকাও। মূলত রাইট উইঙ্গার হলেও বাঁ প্রান্তেও খেলতে দেখা যায় তাঁকে। যে কারণে পর্তুগিজ মেসি ডাকনাম পেয়ে গিয়েছিলেন।

ত্রিনকাওকে পাকাপাকিভাবে পাওয়ার সুযোগ আছে উলভারহ্যাম্পটনের। আগামী গ্রীষ্মের দল বদলে সব পক্ষই রাজি থাকলে ত্রিনকাওকে নিজেদের করে নিতে পারবে ইংলিশ ক্লাবটি।

ত্রিনকাওকে প্রশংসায় ভাসিয়েছেন উলভারহ্যাম্পটনের টেকনিক্যাল ডিরেক্টর স্কট সেলারস, ‘সে আসলেই দুর্দান্ত একজন খেলোয়াড়। উইঙ্গারদের ক্ষেত্রে আমরা আরও বেশি প্রতিযোগিতা চাই। আমি মনে করি, সমর্থকেরা ওর খেলা উপভোগ করবে। ওর বলের ওপর ভালো দক্ষতা আছে, খেলার নিজস্ব একটা ঢং আছে।’

ত্রিনকাওর ওপর অনেক দিন ধরেই নজর রাখছিল উলভারহ্যাম্পটন। এ ব্যাপারে সেলারস বলেন, ‘ওকে অনেক দিন ধরেই আমরা দেখেছি। বিশেষ করে গত দুই মাসে। সুতরাং সে অনেক দিন ধরেই আমাদের চোখে ছিল। ওর মধ্যে অনেক যোগ্যতা আছে এবং তা দেখাতে পেরেছে বলেই ব্রাগা থেকে বার্সেলোনা ওকে নিয়েছে। ওর বয়স ২১ হলেও লা লিগায় সে অনেক ম্যাচ খেলেছে। সুতরাং আমরা মনে করি, প্রিমিয়ার লিগে খেলার জন্য তৈরি।’

ফিলিপে এবং ত্রিনকাও -  বছর দু-তিনেক আগে যাঁদের আগামীর তারকা ভেবে রেখেছিল পর্তুগিজ ফুটবল।

ফিলিপে এবং ত্রিনকাও – বছর দু-তিনেক আগে যাঁদের আগামীর তারকা ভেবে রেখেছিল পর্তুগিজ ফুটবল।

উলভারহ্যাম্পটনে ত্রিনকাওর সময়টা ভালোই কাটবে বলে ধারণা করা যায়। কেননা, তাঁর আগে তাঁরই স্বদেশি ফুল ব্যাক নেলসন সেমোদোকেও নিয়েছে ইংলিশ ক্লাবটি। পর্তুগালের অনেক খেলোয়াড় আছেন ক্লাবটায়।

পর্তুগালের বিখ্যাত ব্রাগা ক্লাবের একাডেমিতে বেড়ে উঠেছে ত্রিনকাও। অল্প বয়সেই দলটির হয়ে খেলেছেন ১৫০ ম্যাচ। পর্তুগালের হয়ে সব বয়সভিত্তিক দলেরই ছিলেন নিয়মিত মুখ। ২০২০ সালে জায়গা করে নিয়েছেন পর্তুগাল মূল জাতীয় দলেও।