পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলবেন না: পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে অবরোধ দিয়ে ইউক্রেন পরিস্থিতিকে আরো ভয়াবহতার দিকে ঠেলে দেবেন না। প্রতিবেশী দেশগুলোর প্রতি রাশিয়ার নেতিবাচক অভিপ্রায় নেই।

প্রেসিডেন্ট পুতিন রুশ সরকারের এক সভায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা অবরোধ আরোপকারী দেশগুলোর উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রাশিয়া২৪ চ্যানেল তাঁর এই বক্তব্য সম্প্রচার করে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি আর কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করে না মস্কো। কোনো ব্যবস্থা নিয়ে তাঁরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ অবস্থায় নিয়ে যেতে চায় না।

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, সবাইকে ভাবতে হবে সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং সম্পর্ক স্বাভাবিকভাবে উন্নত করা যায়। ’

প্রেসিডেন্ট পুতিনের এই বক্তব্য এমন সময় এল যখন রাশিয়ার ওপর আরো চাপ প্রয়োগের জন্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন।

পুতিন বক্তব্যে আবারো বলেন, রাশিয়ার সামরিক বাহিনী এখন পর্যন্ত যে ব্যবস্থাগুলো নিয়েছে, সেগুলো নেওয়া হয়েছে রাশিয়ার বিরুদ্ধে সেই দেশের অবন্ধুসুলভ আচরণের জন্য। পুতিন বলেন, যারা সহযোগিতার মনোভাবকে প্রত্যাখ্যান করবে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। নতুন করে অবরোধ না দিতে দেশগুলো প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরাই বরং অবরোধ থেকে লাভবান হব