পদত্যাগ করে সেফ এক্সিট নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর। তা না হলে পালানোর পথ খুঁজে পাবে না বলে উল্লেখ করেন বিএনপির এ নেতা।
জেহাদ দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) সোমবার (১০ অক্টোবর) শহীদ জেহাদ স্মৃতি পরিষদের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, জনগণকে নিয়ে গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে। ’৯০ এর ছাত্র-গণআন্দোলনের মতো জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। হাজার লোকের প্রাণের বিনিময়ে হলেও গণতন্ত্র ফিরিয়ে আনবো। রাজপথেই সরকারকে পরাজিত করবো। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনে নেমে ভয়াবহ সরকারের পতন ঘটাতে হবে।