নোয়াখালীতে হলের ছাদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হলটির শিক্ষার্থীদের ধারনা, এটি আত্মহত্যা।

সোমবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ১১টার দিকে মরদেহ ঝুলতে দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনে খবর দেয় শিক্ষার্থীরা।

মৃত উদ্ধার ওই শিক্ষার্থীর নাম আপ্রুসী মারমা (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর উপজেলায়। তিনি ভাষা শহীদ আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে থাকতেন।

আপ্রুসীর রুমমেট নিজাম উদ্দিন বলেন, রাতে খাবার খেয়ে এসে এই ঘটনা দেখেন।

রুপস নামের এক শিক্ষার্থী বলেন, আপ্রুসী ১৪ আবর্তনের শিক্ষার্থী। পড়াশোনা খারাপ হওয়ায় সে ১৫তম ব্যাচে পুনঃভর্তি হয়। সে সারাদিন আমাদের সঙ্গে ছিল। ক্লাসও করেছে। কিন্তু মনে হয়নি সে দুঃশ্চিন্তায় ছিল। সে সব সময় হাসিখুশি ছিল।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন সুমন বলেন, খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। পুলিশ আসার পর মরদেহ নামিয়েছে। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।