নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে সহায়তা অব্যাহত থাকবে: জাতিসংঘ

তালেবান নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও আফগানিস্তানে সহায়তা দেয়া বন্ধ করবে না জাতিসংঘ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আফগানিস্তানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রমিজ আলাকবারভ সাংবাদিকদের এ তথ্য জানান। খবর এএফপির।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, পরিস্কারভাবে বলতে চাই আমরা আফগানিস্তানের জনগণের জীবন রক্ষাকারী পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। অতএব এখানে সাহায্য প্রদান করা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, নারীদের অংশগ্রহণ ছাড়া মানবিক উন্নয়ন কখনোই সম্ভব না। আগামী সপ্তাহে এ বিষয়ে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী অন্যান্য সদস্যরাও ক্ষমতাসীন তালেবানের সাথে আলোচনা করবেন বলে জানান তিনি।