আনোয়ার হোসেন :
লক্ষ্মীপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নতুন হাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের নতুন হাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় ‘মিলন ভ্যারাইটিজ ষ্টোর’ থেকে বিদ্যুতের শর্ট সার্কিট এর মাধ্যেম অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই পার্শ্ববর্তী ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল ও নগদ টাকাসহ ছোট-বড় ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
পুড়িয়ে যাওয়া দোকান গুলো হচ্ছে, সিরাজ মেম্বারের ডেকোরেটরের দোকান, তন্নি ফার্মেসি, তাজু মুহুরির চেম্বার, গিয়াস উদ্দিনের চা দোকান, মনির হার্ডওয়ার, আবদুস সহিদের চামড়ার গুদাম, মিলন ভ্যারাইটিজ ষ্টোর, সাদ্দাম ষ্টোর, নুরুল আমিনের ফল দোকান, ইসমাইলের মুদি দোকান, মোরশেদ রাইচ মিল, তাহমিদ ফার্মেসি, শাহ আলমের দোকান, রহমান মুহুরির চেম্বার, শাহ জাহান ভ্যারাইটিজ ষ্টোর ও সেলিমের কাঁচা মালের দোকান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ জানান, চন্দ্রগঞ্জে ফায়ার সার্ভিস না থাকায় নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিস পৌঁছতে সময় লাগে। এদিকে সব ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় তিনি চন্দ্রগঞ্জ থানায় ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় স্থাপনের দাবি জানান। ব্যাবসায়ীদের ক্ষতি পুরনের জন্য জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করবেন বলেও জানান তিনি।