ভারতের জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড ‘বোরো প্লাস’ -এর নতুন প্রসাধানী ‘বোরো প্লাস নিম ফেইসওয়াশ’ -এর শুভেচ্ছাদূত হলেন এ সময়ের তরুণ মডেল সাদিয়া আয়মান। যিনি এরইমধ্যে ৫০টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। শুধু তাই নয়, এরই মধ্যে ‘কবি প্লাস কুসুম’ শিরোনামের নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি গ্রামীণফোনের মিউজিক ভিডিওর মডেল হয়েও বেশ প্রশংসিত হয়েছেন সাদিয়া।গেল জুন মাসে জনপ্রিয় এ ব্র্যান্ডটির সঙ্গে ৩ বছরের জন্য তাদের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন সাদিয়া। এজেন্সি থেকে নিষেধাজ্ঞা থাকায় এতদিন বিষয়টি জানাননি তিনি। এরই মধ্যে তাদের এই প্রসাধনীটির বিজ্ঞাপনেও কাজ করেছেন। কিছুদিন আগেই বিজ্ঞাপনটি প্রচারে এসেছে। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী।এ প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘আমি অনেক অনেক বেশি এক্সসাইটেড যে এরকম একটা ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরেছি। তারা বাংলাদেশ থেকে আমাকে সিলেক্ট করেছেন এবং ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ করছেন। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি।’
সামনে আরো কয়েকটি বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে সাদিয়াকে। এছাড়াও দেখা যাবে ওটিটি প্লাটফর্মের বেশ কিছু নাটক ও সিরিয়ালে। সিনেমার জন্য এখনই প্রস্তুত নয় বলে এরই মধ্যে ফিরিয়ে দিয়েছেন বেশ কিছু প্রস্তাব। তার ভাষ্যে, বেশ কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি কিন্তু আমি এখন প্রস্তুত নই। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখন বিজ্ঞাপন ও নাটক; এগুলোতেই মনযোগ দিতে চাই।উল্লেখ্য, দুই বছর আগে ২০১৯ সালে মুঠোফোন কোম্পানি রবির বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা করেন সাদিয়া। এরপর নেসক্যাফে, অপ্পো, লিভন, বিকাশ, প্যারাসুটসহ অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেন। সে বছরই অভিনয় করেন ‘টু বি ওয়াইফ’ নাটকে। ইমরাউল রাফাত পরিচালিত এ নাটকে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।