মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারীরা নতুন একটি স্থানে আরও কিছু সরকারি গোপন নথির সন্ধান পেয়েছেন। এর ফলে হোয়াইট হাউসের জন্য রাজনৈতিক পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে উঠছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা পর্যালোচনা করছে মার্কিন বিচার বিভাগ।
এর আগে ওয়াশিংটন ডিসির একটি প্রাইভেট অফিসে গোপন নথির সংগ্রহ পাওয়া গিয়েছিল। বাইডেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পরে সেই অফিসটি ব্যবহার করতেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপন নথি ভুলভাবে ব্যবস্থাপনা করার অভিযোগে একটি ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন।
তবে বাইডেনের সহকারীরা কখন বা কোথায় নতুন এই গোপন নথিগুলো খুঁজে পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
হোয়াইট হাউসের কাছে অবস্থিত পেন বাইডেন সেন্টার নামের একটি থিঙ্ক ট্যাঙ্কে গত নভেম্বরে প্রায় ১০টি নথি আবিষ্কৃত হয়। তবে সেগুলো প্রকাশিত হয় এই সপ্তাহে।
ওই কাগজপত্রের মধ্যে ইউক্রেন, ইরান এবং যুক্তরাজ্য সম্পর্কিত মার্কিন গোয়েন্দা মেমো এবং ব্রিফিং সামগ্রী রয়েছে বলে জানা গেছে।
সেসব নথি জো বাইডেনের বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের সাথে সম্পর্কিত হলেও, কেন সেগুলো তার পরে ব্যবহার করা ব্যক্তিগত অফিসে ছিল তা স্পষ্ট নয়।
গোপন নথিগুলো বিশেষ অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ এবং সেগুলো কীভাবে রাখা এবং সংরক্ষণ করা হয় সে সম্পর্কে নিয়ম রয়েছে।
উল্লেখ্য, হোয়াইট হাউসের সমস্ত রেকর্ড প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার পরে মার্কিন জাতীয় আর্কাইভে হস্তান্তর করা বাধ্যতামূলক।
নতুন আবিষ্কৃত এসব নথি সম্পর্কে হোয়াইট হাউস এখনও কোনো মন্তব্য করেনি। তবে সিবিএস এবং অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম এই সন্ধানের বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: জিল বাইডেনের ক্যান্সারাক্রান্ত কোষ অপসারণ
বুধবার তার দৈনিক প্রেস ব্রিফিংয়ের সময় বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরেকে প্রথমে আবিষ্কৃত ফাইল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এ ব্যাপারে উত্তর দিতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, ‘এটি বিচার বিভাগ দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। গতকাল প্রেসিডেন্ট যা জানিয়েছেন তার বাইরে আমি আমি কিছু বলতে চাই না’।