দ্বাদশ সংসদ: আরও ১০ সংসদীয় কমিটি গঠন

দ্বাদশ জাতীয় সংসদের আরো দশটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে তার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে এ পর্যন্ত ৩৮টি কমিটি গঠন করা হল।

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি

সভাপতি: সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হক;

সদস্য: ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী দীপু মনি, সদ্য বিদায়ী সমাজকল্যাণ মন্ত্রী লালমনিরহাট-২ আসনের নুরুজ্জামান আহমেদ, আবুল কালাম আজাদ (গাইবান্ধা-৪), শামীম শাহনেওয়াজ (পিরোজপুর-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), এ ডি এম শহীদুল ইসলাম (শেরপুর-৩), এনামুল হক বাবুল (যশোর-৪) ও স্বতন্ত্র সংসদ আব্দুল ওয়াহেদ (ময়মনসিংহ-১১)।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: রেজওয়ান আহাম্মদ তৌফিক (কিশোরগঞ্জ-৪);

সদস্য: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, আবু জাহির (হবিগঞ্জ-৩), শেখ সালাহউদ্দিন (খুলনা-২) মুজিবুল হক (কুমিল্লা-১১), স্বতন্ত্র সংসদ সদস্য জাহাঙ্গীর আলম (কুমিল্লা-৩), আব্দুল্লাহ আল কায়সার (নারায়ণগঞ্জ-৩), গোলাম ফারুক পিংকু (লক্ষ্মীপুর-৩) ও স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান (চট্টগ্রাম-১৬) ।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি: এবিএম ফজলে করিম চৌধুরী (চট্টগ্রাম-৬);

সদস্য: ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (জিল্লুল হাকিম), নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), গোলাম ফারুক খন্দকার প্রিন্স (পাবনা-৫), ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (নেত্রকোণা-৩), সাইফুল ইসলাম (ঢাকা-১৯), শফিকুর রহমান (রাজশাহী-২) ।